২৮ জানুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম
কারও কাছে সাপ এক ভয়ংকর প্রাণী মনে হলেও এই গ্রামে সাপ এক গুরুত্বপূর্ণ প্রাণী, যাকে ঘিরে গড়ে উঠেছে তাদের জীবন ও জীবিকা। এখানে বাচ্চাদের খেলনা কোনও পুতুল নয়, সাপ দিয়ে খেলে বাচ্চারা, গরু-কিংবা ছাগলের চামড়া নয়, সাপের চামড়ায় তৈরি হয় জুতা, ওয়ালেট, বেল্ট সহ নানা পণ্য। এখানেই শেষ নয়, সাপকে বোতলে ডুবিয়ে বানানো হয় বিশেষ মদ, আবার সাপের মাংস খাওয়া হয় নানা রেসিপি বানিয়ে। তাই হাঁস মুরগি নয়, পালন করা হয় সাপ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |